ড. ফখরুল ইসলাম বাবুর সাক্ষাত্কার
2024-09-06 21:28:18


 আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ড. ফখরুল ইসলাম বাবু। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু চীনের হংকংয়ের নাগরিক। তিনি একজন রোটারিয়ান, একজন সমাজকর্মী; জড়িত বিভিন্ন আন্তর্জাতিক আর্থ-সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে।  তিনি প্রথম কোন বাংলাদেশী যিনি হংকং এর স্থানীয় ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহন করার সুযোগ পেয়েছিলেন। তিনি হংকং সরকারের এরিয়া কমিটি এবং কেয়ার কমিটি সহ বিভিন্ন কমিটির সদস্য হিসেবে চীন সরকারের সাথে কাজ করে যাচ্ছেন।  অনেকদিন ধরে কাজ করছেন চীন-বাংলাদেশ মৈত্রী উন্নয়নের জন্য। তাঁর উদ্যোগে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (CBFC) প্রতিষ্ঠিত হয়েছে। CBFC একটি নিবন্ধিত অলাভজনক, অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এই সংস্থা চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’, ‘একচীন নীতি’ এবং ‘এক অঞ্চল, এক পথ’ সমর্থন করে। এই সংস্থা চীনা সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে বাংলাদেশিদের সামনে তুলে ধরার মাধ্যমে দুই জাতির বন্ধুত্বকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। ড. ফখরুল ইসলাম বাবু বর্তমানে CBFC-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি, বাংলাদেশের অনেক জায়গা বন্যার শিকার হয়। সিবিএফসি বন্যার্তদের সাহায্যার্থেও এগিয়ে এসেছে। চলুন, কথা বলি তাঁর সাথে।