সি চিন পিং ও রুয়ান্ডার প্রেসিডেন্ট কাগামের বৈঠক অনুষ্ঠিত
2024-09-06 11:39:02

 সেপ্টেম্বর ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বেইজিংয়ের গণ-মহাভবনে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগাম বৈঠক করেছেন। দুই প্রেসিডেন্ট চীন-রুয়ান্ডা সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট পল কাগাম চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে যোগ দিতে চীনে এসেছেন।

 

বৈঠকে সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং রুয়ান্ডা দেশপ্রেমিক ফ্রন্ট উভয়ই জনকল্যাণের জন্য এবং জনগণের জন্য শাসনের ধারণায় সমর্থন করে। দু’পার্টি দল গঠনে এবং জাতীয় উন্নয়নে অসামান্য সাফল্য অর্জন করেছে এবং জনগণের ব্যাপক সমর্থন লাভ করেছে। চীন একটি স্বাধীন উন্নয়নের পথ অনুসরণে রুয়ান্ডাকে সমর্থন করে এবং রুয়ান্ডার সঙ্গে পার্টি ও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার আদান-প্রদান গভীর করা, রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়ানো, ধারণাগত ঐকমত্য প্রসারিত করা এবং নিজ নিজ আধুনিকীকরণের পথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে চায়।

 

সি চিন পিং আরও বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন চীন-রুয়ান্ডা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক সুযোগ নিয়ে এসেছে। চীন এই শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন এবং অবকাঠামো, কৃষি, স্যাটেলাইট ও অন্যান্য খাতে সহযোগিতা জোরদার করতে চায়। পাশাপাশি, রুয়ান্ডা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও লুবান ওয়ার্কশপ যৌথভাবে পরিচালনা করতে এবং উচ্চ মানের সহযোগিতার প্রচার করতে রুয়ান্ডার সাথে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যে "বেল্ট অ্যান্ড রোডের" যৌথ নির্মাণ আরও কার্যকর করতে চায় বেইজিং।

 

কাগামে বলেন, আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে, আফ্রিকার ঐক্য ও সহযোগিতা জোরদার করতে এবং আফ্রিকা ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করার জন্য প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকার জন্য ধন্যবাদ জানায় রুয়ান্ডা। রুয়ান্ডা চীনকে একটি দীর্ঘমেয়াদী বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার হিসাবে বিবেচনা করে এবং চীনের সাথে রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক অভিজ্ঞতার আদান-প্রদান জোরদার করতে চায়। সেই সঙ্গে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারণ করতে এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত তিনটি বড় বৈশ্বিক উদ্যোগ যৌথভাবে বাস্তবায়ন করতে ইচ্ছুক।

 

(রুবি/তৌহিদ/সুবর্ণা)