চীনের সহযোগিতায় বসনিয়া-হার্জেগোভিনায় হাসপাতাল
2024-09-05 17:43:44

সেপ্টেম্বর ৫: গতকাল (বুধবার), চীনা কোম্পানির সহযোগিতায় নির্মিত একটি হাসপাতালের উদ্বোধন করা হয়, বসনিয়া-হার্জেগোভিনার ডবয় শহরে। চায়না ইন্টারন্যাশনাল মেডিক্যাল অ্যান্ড হেলথ কোম্পানি লিমিটেড এবং শানসি কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেড যৌথভাবে এটি নির্মাণ করেছে।

হাসপাতালের মোট আয়তন ২৮ হাজার বর্গমিটার। এতে ৪৫০টি শয্যা এবং চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত অত্যাধুনিক চিকিত্সা-সরঞ্জাম রয়েছে। হাসপাতালে এটি জরুরি বিভাগ, শিশুরোগ বিভাগ, মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগ রয়েছে।

বসনিয়া-হার্জেগোভিনার সরকার হাসপাতালের ভূয়সী প্রশংসা করে বলেছে, এটি দেশের চিকিত্সাব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বসনিয়া-হার্জেগোভিনায় চীনা দূতাবাসের শ্যাজে ডেফেয়ার্স উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বসনিয়া-হার্জেগোভিনা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের সক্রিয় অংশীদার। ডবয় হাসপাতাল এ উদ্যোগের আওতায় নির্মিত একটি জনকল্যাণমূলক প্রকল্প। এ ধরনের প্রকল্প দু’দেশের সম্পর্ক জোরদারে সহায়ক।  (অনুপমা/আলিম/ছাই)