চীন ও আফ্রিকার ‘ছয়টি আধুনিকীকরণ’ এগিয়ে নিতে হবে: সি চিন পিং
2024-09-05 11:50:12

সেপ্টেম্বর ৫: আজ (বৃহস্পতিবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে গণ-মহাভবনে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং ভাষণ দেন।

তিনি বলেন, চীন-আফ্রিকা আধুনিকীকরণের স্বপ্ন অবশ্যই বিশ্বের দক্ষিণাঞ্চলে ব্যাপক আধুনিকীকরণ শুরু করবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নতুন অধ্যায় লিখবে। "ছয়টি আধুনিকীকরণ" প্রচারের জন্য চীন ও আফ্রিকার হাত মেলানো উচিত। সেগুলো হলো- ন্যায্য ও যুক্তিসঙ্গত আধুনিকীকরণ জোরদার করতে হবে, উন্মুক্ত ও জয়-জয়ের আধুনিকীকরণ এগিয়ে নিতে হবে, জনগণের আধুনিকীকরণ এগিয়ে নিতে হবে, বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক আধুনিকীকরণের অগ্রগতি এগিয়ে নিতে হবে, পরিবেশবান্ধব আধুনিকীকরণ এগিয়ে নিতে হবে এবং চীনকে অবশ্যই শান্তিপূর্ণ ও নিরাপদ আধুনিকীকরণ প্রচার করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)