বেইজিংয়ে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের চারটি উচ্চ পর্যায়ের অধিবেশন
2024-09-05 16:45:15

সেপ্টেম্বর ৫: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলনের চারটি উচ্চ পর্যায়ের অধিবেশন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত হয়।

‌এ চারটি অধিবেশনে দেশ-প্রশাসন, শিল্পায়ন ও কৃষির আধুনিকায়ন, শান্তি ও নিরাপত্তা, এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। চীন ও আফ্রিকান দেশগুলোর নেতারা যৌথভাবে অধিবেশনে সভাপত্বিত করেন।

চীন-আফ্রিকা সহযোগিতা কাঠামোয়, বেইজিং বরাবরই আফ্রিকার দেশগুলোর সাথে দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করে আসছে এবং আফ্রিকাকে শিল্পায়ন ও কৃষির আধুনিকায়নে সহায়তা দিচ্ছে। চীন আফ্রিকার দেশগুলোর সাথে যৌথভাবে বিশ্ব নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়ন এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে ভূমিকা রেখে যেতে ইচ্ছুক।

উল্লেখ্য, এ পর্যন্ত ৫২টি আফ্রিকান দেশ ও আফ্রিকান ইউনিয়ন (এইউ) চীনের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় চুক্তি স্বাক্ষর করেছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)