উত্তর ইরাকে একটি বোমা হামলায় নিহত ১, আহত ৩
2024-09-05 11:00:16

সেপ্টেম্বর ৫: উত্তর ইরাকের তেমিম প্রদেশে গতকাল (বুধবার) একটি বোমা হামলায় ইরাকি বাহিনীর এক গোয়েন্দা কর্মী নিহত হয়েছেন এবং তিনজন সেনা আহত হয়েছেন।

 

জনৈক ব্যক্তি জানান, গোয়েন্দা কর্মী গাড়িতে করে প্রদেশটির রাজধানী কিরকুক শহরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রাম পার হয়ে যাবার সময় বোমা হামলা চালানো হয়। এসময় একজন নিহত ও সঙ্গে থাকা তিনজন সেনা আহত হয়।

 

তিনি আরো জানান, চরমপন্থী সংস্থা ‘আইএস’ বোমা হামলার স্থানে বেশ সক্রিয়। তবে, এখনও কোন সংস্থা বা ব্যক্তি হামলার দায় স্বীকার করে নি।

(প্রেমা/তৌহিদ/ছাই)