সেপ্টেম্বর ৫: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক পণ্যবাণিজ্যে প্রবৃদ্ধির প্রবণতা বজায় ছিল। বিশ্ব বাণিজ্য সংস্থা গতকাল (বুধবার) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক পণ্যবাণিজ্যে সমৃদ্ধির সূচক ১০৩ এবং বেঞ্চমার্ক পয়েন্ট ১০০-এর বেশি ছিল। দ্বিতীয় প্রান্তিকেও পণ্যবাণিজ্য আগের প্রান্তিকের তুলনায় বেড়েছে।
প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে কন্টেইনার পরিবহন সূচক ছিল ১০৪.৩, এয়ার ফ্রেইট সূচক ছিল ১০৭.১, এবং রপ্তানি আদেশ সূচক ছিল ১০১.২।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক পণ্যবাণিজ্য ছিল গত বছরের একই সময়ের চেয়ে ১.৪ শতাংশ বেশি। (ছাই/আলিম/ওয়াং হাইমান)