চীন ও আফ্রিকার সহযোগিতা নতুন আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টান্ত: সি চিন পিং
2024-09-05 11:15:16

সেপ্টেম্বর ৫: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলনে ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

তিনি বলেছেন, চীন ও আফ্রিকার মৈত্রী সুদূর পাহাড় ও সমুদ্র অতিক্রম করেছে এবং প্রজন্ম থেকে প্রজন্মে সম্প্রসারিত হয়েছে। ২০০০ সালে চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠিত হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। ২৪ বছর ধরে বিশেষ করে নতুন যুগে চীন ও আফ্রিকান মানুষ আন্তরিকতার ভিত্তিতে যৌথভাবে সামনে এগিয়েছে। আন্তর্জাতিক পরিবেশ পরিবর্তনের প্রেক্ষাপটে চীন ও আফ্রিকান দেশগুলো নিজের বৈধ অধিকার রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। অর্থনীতির বিশ্বায়নে চীন ও আফ্রিকান দেশগুলো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী মোকাবিলায় চীন ও আফ্রিকান দেশগুলো যৌথভাবে সংগ্রাম ও প্রচেষ্টা চালিয়েছে, ব্যাপক মনোমুগ্ধকর গল্প রচনা করেছে। সবসময় পারস্পরিক সমর্থন ও সমঝোতার ভিত্তিতে এগিয়েছে। তাই চীন ও আফ্রিকার সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)