সেপ্টেম্বর ৫: ২ থেকে ৪ সেপ্টেম্বর চীনের হুপেই প্রাদেশিক সরকারের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী প্রতিনিধি, স্থানীয় প্রচারমন্ত্রী চ্যু চাও হুই’র নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল লুক্সেমবার্গ সফর করেছেন এবং স্থানীয় সংসদের স্পিকার উইজলার ও সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সেমিনার করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের বিস্তারিত চেতনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেছেন।
চীনের উন্নয়নের সাফল্য ও উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ পদক্ষেপের প্রশংসা করেছেন লুক্সেমবার্গের বিভিন্ন মহলের প্রতিনিধিরা। চীনের সঙ্গে সবুজ অর্থনীতি, শিক্ষা ও বিজ্ঞান গবেষণা এবং পর্যটন ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক দেশটি।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)