বেইজিংয়ে বতসোয়ানার প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক
2024-09-05 16:40:22

সেপ্টেম্বর ৫: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগউইতসি মাসিসি, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, সাম্প্রতিক বছরগুলোয় দু’দেশ ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করেছে। দু’দেশের উচিত পারস্পরিক সমর্থন অব্যাহত রাখা এবং শিল্প, কৃষি, খনিজসম্পদ, পরিষ্কার জ্বালানি, শিক্ষা, চিকিত্সা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করা।

তিনি আরও বলেন, চীন আফ্রিকান দেশগুলোর সাথে সহযোগিতা চালিয়ে, বিশ্বের শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য  আরও ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

জবাবে মাসিসি বলেন, শীর্ষসম্মেলনে প্রেসিডেন্ট সি তার বক্তৃতায় আফ্রিকার সাথে একযোগে আধুনিকায়নের জন্য কাজ করার নতুন ধারণা দিয়েছেন, যা প্রশংসনীয়। বতসোয়ানা ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে। তিনি বতসোয়ানাকে সহায়তা দিয়ে যাওয়ায় চীনকে ধন্যবাদও জানান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)