বৈশ্বিক মাদক-পরিস্থিতি উদ্বেগজনক: জাতিসংঘে চীন
2024-09-05 18:21:59


সেপ্টেম্বর ৫: বৈশ্বিক মাদক-পরিস্থিতি খুবই উদ্বেগজনক। মাদকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক সমাজকে, জাতিসংঘের দিক্‌নির্দেশনার আলোকে, একযোগে কাজ করে যেতে হবে।  জাতিসংঘে চীনা প্রতিনিধি তাই পিং, গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত সংশ্লিষ্ট এক সভায়, এ মন্তব্য করেন।

তিনি বলেন, মাদকপাচার ও মাদকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক সমাজকে একযোগে কাজ করতে হবে; একে অপরের ওপর দোষ চাপিয়ে পরিস্থিতির উন্নতি ঘটানো যাবে না।

তিনি আরও বলেন, চীন ২০১৯ সালে, বিশ্বের প্রথম দেশ হিসেবে, ফেন্টানিলজাতীয় ওষুধকে বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করে এবং এর অপব্যবহার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)