চীনের গণমহাভবনে কফি বানাচ্ছে রোবট
2024-09-05 18:05:46

সেপ্টেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: একের পর এক কফি বানাচ্ছে রোবট। আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্টপ্রধানরা উপভোগ করছে সেই কফি। চিত্রটি বুধবার চীনের রাজধানী বেইজিংয়ের  গণমহাভবনে অনুষ্ঠিত নৈশভোজের।

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ২০২৪-এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করা আন্তর্জাতিক অতিথিদের আপ্যায়ন করতেই এই আয়োজন করেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং ফার্স্ট লেডি ফেং লি ইউয়ান।

গণমহাভবনের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এ নৈশভোজে  বুদ্ধিমান রোবটের কফি পরিবেশনে মুগ্ধ হোন অতিথিরা।

নাহার/শান্তা