সেপ্টেম্বর ৫: ‘টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান’ শীর্ষক একটি বিশেষ কনফারেন্স আজ (বৃহস্পতিবার) চীনের শাংহাই শহরের হুয়াংফু এলাকার বিশ্ব উদ্যান মেলায় শুরু হয়।
এবারের কনফারেন্সে অংশগ্রহণকারী বিদেশী অতিথির সংখ্যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ডজন খানেক নামীদামী চীনা ও বিদেশী শিক্ষাবিদসহ পাঁচ শতাধিক অতিথি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কনফারেন্সে কয়েক ডজন গবেষণা-প্রতিবেদন উপস্থাপন করা হবে। এ ছাড়া, কনফারেন্সের আওতায় ৩৬টি প্রকাশ্য ফোরাম, এআই প্রতিযোগিতা, মেলা, ও চাকরি মেলা আয়োজিত হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)