সেপ্টেম্বর ৫: যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের পুলিশ গতকাল (বুধবার) বলেছে, এ রাজ্যের ব্যারো কাউন্টির একটি হাইস্কুলে সকালে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন মারা গেছে এবং নয়জন আহত হয়েছে।
ব্যারো কাউন্টি পুলিশ জানায়, ওই দিন দশটা ২৩ মিনিটে, ক্যাম্পাসে গুলি চালানোর খবর পাওয়ার পর পুলিশ, দমকলকর্মী ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার পর হাইস্কুলটি ঘেরাও করে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল ও আশেপাশে অঞ্চলে তল্লাশিও জোরদার করেছে পুলিশ।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)