সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং মূল ভাষণ দেন। গোটা আফ্রিকায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সম্পর্কের পর্যায় উন্নীত করার মাধ্যমে চীন-আফ্রিকা সম্পর্কের অবস্থান নতুন যুগে সার্বক্ষণিক চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজে উন্নীত করার কথা ঘোষণা করেন তিনি।
জনাব সি বলেন, প্রায় ৭০ বছর পরিশ্রমের মধ্য দিয়ে চীন-আফ্রিকা সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভাল সময়ে পৌঁছে গেছে।
(প্রেমা/তৌহিদ/ছাই)