চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে মূল ভাষণ দিলেন সি চিন পিং
2024-09-05 11:22:29

সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘যৌথভাবে আধুনিকায়ন বেগবান করা এবং অভিন্ন স্বার্থের সমাজ গড়ে তোলা’ শিরোনামে মূল ভাষণ দিয়েছেন।

 

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রপ্রধান, সরকার-প্রধান, প্রতিনিধি দলের নেতাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর ৩২০০ জনেরও বেশি প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)