ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক ও মিসরের অবস্থান অভিন্ন: এরদোয়ান
2024-09-05 17:43:24

সেপ্টেম্বর ৫: তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে তার দেশ ও মিসরের অবস্থান এক ও অভিন্ন।

গতকাল (বুধবার) আঙ্কারায়, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে আলোচনাশেষে, এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ফিলিস্তিন সমস্যা তাদের আলোচনার মূল বিষয় ছিল। দু’পক্ষ মনে করে, ইসরায়েলের উচিত প্রথমে গাজা উপত্যকায় সবধরনের হামলা বন্ধ করা, যাতে সেখানে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা যায়। (অনুপমা/আলিম/ছাই)