কুয়াংতোংয়ে পৌঁছেছে ১৩৬তম ক্যান্টন ফেয়ারের পণ্য
2024-09-05 18:16:25

সেপ্টেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের ১৩৬তম ক্যান্টন ফেয়ারের পণ্য এরইমধ্যে পৌঁছে গেছে কুয়াংতোং প্রদেশে। আগামী ১৫ অক্টোবর এই প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ে অনুষ্ঠিত হবে এই মেলা।

প্রথম চালানের ৪৩টি পণ্যের মধ্যে রয়েছে মিশর থেকে আসা বিভিন্ন পণ্য। এরমধ্যে অন্যতম  গ্যাসের চুলা, ওয়াশিং মেশিন, ওভেন। 

১৯৫৭ সালে চালু হওয়া এবং বছরে দুবার অনুষ্ঠিত এ মেলাটিকে চীনের বৈদেশিক বাণিজ্যের একটি প্রধান পরিমাপক হিসাবে বিবেচনা করা হয়।

নাহার/শান্তা