চীনের সহায়তায় ইথিওপিয়ায় রোগ-নিয়ন্ত্রণকেন্দ্র
2024-09-04 17:25:27

সেপ্টেম্বর ৪: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়, চীনের সহায়তায় নির্মিত হয়েছে আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (সিডিসি)-র ভবন। ২০২৩ সালের পয়লা জানুয়ারি এর নির্মিতকাজ শেষ হয়।

সিডিসি’র মোট আয়তন ২৩.৫ হাজার বর্গমিটার। এতে একটি অফিসভবন আছে, যেখানে ৪ শতাধিক লোক থাকতে পারে এবং তিন স্তরের ১০টি পরীক্ষাগারসহ একটি ভবন আছে। এটি আফ্রিকা মহাদেশের প্রথম আধুনিক সিডিসি।

সম্প্রতি গিনিতে ৩০তম চীনা চিকিত্সা-সহায়তা দলের প্রধান সং সিয়ান থাও সাংবাদিকদের বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিত্সার ক্ষেত্রে চীনা চিকিত্সাদল স্থানীয় চিকিত্সকদের সাহায্য করছে। তাঁরা রোগ নির্ণয়, চিকিত্সা, যত্ন, ও প্রতিরোধমূলক ব্যবস্থার ব্যাপারে স্থানীয় চিকিত্সাকর্মীদের প্রশিক্ষণ দেন।

সিডিসি’র অষ্টম তলায় জরুরি কমান্ড হলের বিশাল স্ক্রিনগুলোতে নভেল করোনাভাইরাস, এমপক্স, ইবোলা ও ডেঙ্গু জ্বরের মতো সংক্রামক রোগের উপাত্ত প্রদর্শন করা হয়। এসব উপাত্ত প্রতিনিয়ত হালনাগাদ করা হয়ে থাকে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)