ইউক্রেনে একাধিক সিনিয়র সরকারি কর্মকর্তার পদত্যাগ
2024-09-04 18:06:03

সেম্প্টেম্বর ৪: ইউক্রেনের বেশ কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তা গতকাল (মঙ্গলবার) পদত্যাগ করেন। দেশটির সামাজিক যোগাযোগ-মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

প্রকাশিত খবর অনুসারে, যারা পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রি ইউলিয়া স্ভিরিডেনকো, কৌশলগত শিল্পের প্রধান অলেক্সান্ডার কামিশিন,  বিচারমন্ত্রী, ও পরিবেশমন্ত্রী।

কামিশিন সামাজিক যোগাযোগ-মাধ্যমে বলেন, ভবিষ্যতে তিনি জাতীয় নিরাপত্তা খাতে কাজ করবেন।

এদিকে, ইউক্রেনের ক্ষমতাসীন দল সার্ভেন্ট অফ দা পিপলের সংসদীয় গ্রুপের চেয়ারম্যান ডেভিড আরহামিয়া সামাজিক যোগাযোগ-মাধ্যমে বলেন, চলতি সপ্তাহে সরকারে বড় পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। মন্ত্রিসভার অর্ধেকেরও বেশি সদস্য বদল করা হবে।  (অনুপমা/আলিম/ছাই)