সেপ্টেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: সিনচিয়াং চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশাল মরুভূমি ও পর্বতমালার জন্য বিখ্যাত এ স্থানটি আরেকটি কারণেও বিশ্বজুড়ে পরিচিত। আর সেটি হলো আঙ্গুর চাষ।
সিনচিয়াংয়ের আবহাওয়া ও মাটি আঙ্গুরের চাষের জন্য অত্যন্ত উপযোগী। দীর্ঘদিনের রোদ, শুষ্ক বাতাস এবং উর্বর মাটি আঙ্গুরকে মিষ্টি ও রসালো করে তোলে।
দেশটির আঙ্গুরের প্রায় এক-পঞ্চমাংশ উত্পাদন হয় এ অঞ্চলে। আঙ্গুর চাষ সিনচিয়াংয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি হাজার হাজার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে।
অন্যদিকে আঙ্গুর বাগানগুলো হয়ে উঠেছে দর্শনীয় পর্যটন কেন্দ্রে। প্রতিবছর অসংখ্য পর্যটক আসেন এসব আঙ্গুর বাগান দেখতে।
শুভ/শান্তা