‘চীনা পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে আফ্রিকা’
2024-09-04 18:23:20


সেপ্টেম্বর ৪: চীনের জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা ব্যুরো গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, চীনা পর্যটকরা ক্রমবর্ধমান হারে আফ্রিকা সফরে যাচ্ছেন।

ব্যুরো জানায়, গ্রীষ্মকালীন ছুটিতে তথা গত জুলাই ও আগস্টে, চীন থেকে বিদেশে গেছেন ও বিদেশ থেকে চীনে এসেছেন ১১০ কোটি দেশি-বিদেশি পর্যটক, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। গ্রীষ্মের ছুটিতে চীনা পর্যটকদের গন্তব্য ছিল দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের দেশগুলো। তবে, এ সময় মিসরের পিরামিড এবং কেনিয়ার প্রেইরিতে বিপুলসংখ্যক চীনা পর্যটক দেখা যায়।

পরিসংখ্যান বলছে, চীনা পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয় আফ্রিকান চারটি দেশ হচ্ছে মিসর, মরক্কো, কেনিয়া, মরিশাস।

এদিকে, চীন ও আফ্রিকার মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যাও বেড়েছে। ৩১টি আফ্রিকান দেশের সাথে দ্বিপাক্ষিক পর্যটন সহযোগিতামূলক দলিল স্বাক্ষর করেছে চীন।(ওয়াং হাইমান/আলিম/ছাই)