সেপ্টেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে বিজয়ের ৭৯তম বার্ষিকী স্মরণে মঙ্গলবার একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক বিভাগের প্রধান শি থাইফ্যং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিপিসি কেন্দ্রীয় কমিটির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট, সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি হিস্ট্রি অ্যান্ড লিটারেচার ইনস্টিটিউট এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের পলিটিক্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ, প্রবীণ সৈনিক এবং তরুণ ছাত্ররা সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে মহান বিজয় চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে পূর্ণ বিজয় চিহ্নিত করেছে, চীনকে বিশ্বের একটি প্রধান দেশ হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করেছে এবং চীনা জনগণ ও বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে সম্মান অর্জন করেছে।
প্রায় ২০০ জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে প্রবীণ সৈন্য ও অফিসারদের আত্মীয়স্বজন, এবং যুদ্ধে শহীদ, সেইসাথে যুদ্ধে চীনা জনগণ বা তাদের আত্মীয়দের জন্য সমর্থন প্রদানকারী বিদেশীরা ছিলেন।
শান্তা/মিম