সেপ্টেম্বর ৪: চীনা প্রেসিডেন্টের স্ত্রী ফেং লি ইউয়ান, আজ (বুধবার) বেইজিংয়ে, সেনেগালের সফররত প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে’র স্ত্রী মেরি মে ফায়ে সাল্লে’র সঙ্গে এক চা-চক্রে মিলিত হন।
এ সময় ফেং বলেন, সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে দু’দেশের মধ্যে অনেক মিল আছে। দু’দেশের জনগণের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি ও মৈত্রী আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চীনা ফার্স্টলেডি নারী, শিক্ষা, এবং চিকিত্সা ও স্বাস্থ্য খাতে সেনেগালের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ওপরও জোর দেন।
জবাবে মেরি ফেং লি ইউয়ানকে সেনেগালসহ আফ্রিকান দেশগুলোর নারী ও শিশুদের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি চীনের সাথে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার কথা বলেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)