সেপ্টেম্বর ৪: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়া ফেই, আজ (বুধবার) বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি চিন পিং বলেন, বহু বছর ধরে দু’দেশের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা, ও অভিন্ন কল্যাণের ভিত্তিতে সহযোগিতা চলে আসছে। দু’দেশের সহযোগিতায় ইতোমধ্যে বাস্তব সাফল্যও অর্জিত হয়েছে এবং এতে দুই দেশের জনগণই উপকৃত হয়েছে ও হচ্ছে। চীন সেনেগালের সাথে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী।
সি আরও বলেন, চীন সেনেগালে কৃষিবিদ পাঠানো অব্যাহত রাখবে, শিল্প ক্ষেত্রে নির্মাণকাজে সহায়তা দেবে, নতুন জ্বালানিসম্পদসহ বিভিন্ন নতুন ক্ষেত্রে সহযোগিতা উন্নত করবে, এবং শিল্পায়ন ও কৃষির আধুনিকায়নে সহায়তা দিয়ে যাবে। চীন সেনেগালের সাথে একযোগে বহুপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখার মাধ্যমে, উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ সুরক্ষা করতে চায়।
জবাবে সেনেগালের প্রেসিডেন্ট বলেন, প্রথম চীন সফরে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। ২০১৬ সালে চীনের সাথে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর, দু’দেশের সহযোগিতা থেকে সুফল অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দু’দেশের সহযোগিতা সেনেগালের অর্থনৈতিক উন্নয়ন ও জীবন-জীবিকার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। সেনেগাল ‘এক-চীন নীতি’ মেনে চলে; চীনের দেশ-প্রশাসনের অভিজ্ঞতা থেকে শিখতে চায়। সেনেগাল চীনের সাথে কৃষি, শিল্প, ডিজিটাল অর্থনীতি, পেশাদার প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা উন্নত করতে চায়।
বৈঠকের পর দু’দেশের নেতারা বিশ্বের উন্নয়ন প্রস্তাব বাস্তবায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা, তথ্য টেলিযোগাযোগের প্রযুক্তি, প্রতিভাবান ব্যক্তিসম্পদ ও সবুজ উন্নয়নের ক্ষেত্রে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় একাধিক সহযোগিতা-চুক্তির স্বাক্ষর প্রত্যক্ষ করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)