সেপ্টেম্বর ৪: মার্কিন প্রতিনিধি পরিষদের কূটনৈতিক কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান মাইকেল ম্যাককাল, গতকাল (মঙ্গলবার) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনকে তলব করেছেন। চলতি মাসের ১৯ তারিখে কমিটির সামনে শুনানির জন্য উপস্থিত হতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে তাঁকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সাক্ষ্য দিতে হবে।
ম্যাককাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আফগানিস্তান থেকে জো বাইডেন প্রশাসনের ‘বিধ্বংসী প্রত্যাহার’ তদন্ত করছে এই প্রতিনিধি পরিষদের কূটনৈতিক কমিটি। তদন্তের স্বার্থেই অ্যান্টোনিকে আনুষ্ঠানিকভাবে শুনানির জন্য তলব করা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)