সেপ্টেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ২০২৪ শীর্ষ সম্মেলন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শাংহাই থেকে বেইজিং পৌঁছেছেন।
৪ থেকে ৬ সেপ্টেমর বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে এই শীর্ষ সম্মেলন। বেইজিংয়ে ২০১৮ সালের শীর্ষ সম্মেলনের পর দ্বিতীয়বারের মতো গুতেরেস বিশেষ অতিথি হিসেবে এফ ও সি এ সি শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।
আফ্রিকান বিষয়গুলো সর্বদা জাতিসংঘের জন্য একটি শীর্ষ অগ্রাধিকারের বিষয় হিসেবে উল্লেখ করে গুতেরেস বলেন যে চীন-আফ্রিকা সহযোগিতা আফ্রিকার উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিমাপক এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মূল অংশ, যা জাতিসংঘের ২০৩০ এজেন্ডার লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়ন ও আফ্রিকান ইউনিয়নের এজেন্ডা ২০৬৩ এর সাথেও সঙ্গতিপূর্ণ।
জাতিসংঘের প্রধান বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম বিশ্ব শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উদাহরণ হিসেবে কাজ করবে।
শান্তা/মিম