সেপ্টেম্বর ৪: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আসা আন্তর্জাতিক অতিথিদের জন্য, আজ (বুধবার) সন্ধ্যায় বেইজিংয়ের গণমহাভবনে, এক স্বাগত ভোজের আয়োজন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ফার্স্টলেডি অধ্যাপক ফেং লি ইউয়ান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)