সেপ্টেম্বর ৪: গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক আণবিক সংস্থার বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের পরমাণু স্থাপনার নিশ্চয়তায় সহায়তা দেওয়া হবে এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি ব্যবস্থাপনার সংরক্ষণে আরো ইতিবাচক পদক্ষেপ নেবে আইএইএ।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের কয়েকটি জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং অনেক পরমাণু চুল্লি ও বিদ্যুত্ নেটওয়ার্কের সংযোগ বিঘ্ন ঘটেছে, যা ইউক্রেনের পরমাণু বিদ্যুত্ স্টেশনের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। দ্রুত বিশেষজ্ঞ দল পাঠিয়ে ইউক্রেনে ক্ষতিকর পরমাণু বিদ্যুত্ স্টেশনগুলো পর্যালোচনা করা হবে, যাতে বিস্তারিত অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)