চীনা ও মালাওয়ির প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
2024-09-04 14:24:40

সেপ্টেম্বর ৪: গতকাল (মঙ্গলবার) সকালে বেইজিং সফররত মালাওয়ির প্রেসিডেন্ট লাজারাস ম্যাককার্থি চাকভেরা গণ-মহাভবনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা করেছেন দু’নেতা।

বৈঠককালে সি বলেন, চীন ও মালাওয়ির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল ও স্বাস্থ্যকর উন্নয়ন হয়েছে এবং রাজনৈতিক আস্থা দিন দিন বেড়েছে, পারস্পরিক উপকারি সহযোগিতাও ব্যাপক সাফল্য অর্জন করেছে। এবার চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো সামনে নিতে এবং দু’দেশের অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক চীন, যাতে দু’দেশের জনগণের কল্যাণ করা যায়।

সি জোর দিয়ে বলেন, মালাওয়ির অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ অনুসন্ধানে সমর্থন দেয় বেইজিং এবং দেশের সাথে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সুযোগ সুবিধা বিনিময় করবে এবং মালাওয়ির উন্নয়নে সহায়তা দেবে। মালাওয়ির সাথে  কৃষি, টেলিযোগাযোগ, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বেইজিং। চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো মালাওয়িতে পুঁজি বিনিয়োগ করা এবং কনফুসিয়াস ইস্টিডিউটের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় জোরদার করার প্রত্যাশা করেন সি।

 

চাকভেরা বলেন, প্রতিবার চীনে সফর করা যেন বাড়িতে ফিরে আসার মতো। চীনের আন্তরিক অভ্যর্থনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। চীনকে আন্তরিক বন্ধু হিসেবে আখ্যায়িত করে তাঁর দেশ। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে সিপিসি ১৪০ কোটিরও চীনাদের নিয়ে চরম দারিদ্র্যমুক্ত করেছে। ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে অনেক দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির সুযোগ প্রদান করেছে চীন। দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে মালাওয়ি এবং চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগে সহযোগিতা জোরদার করবে। যাতে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক উপকারী সহযোগিতা গভীরতর হয়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)