সেপ্টেম্বর ৪: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আসা তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট হাসান, আজ (বুধবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, চলতি বছর চীন-তাঞ্জানিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। দুই দেশের বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে বিকশিত হয়েছে। আধুনিকায়নের যাত্রায়, দুই দেশ হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার মাধ্যমে, দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, তাঞ্জানিয়া ও জাম্বিয়ায় রেলপথ নির্মাণকাজে নতুন অগ্রগতি অর্জনে সহায়তা দিতে ইচ্ছুক চীন। এতে পূর্ব আফ্রিকার রেলপথ ও সমুদ্রপথের নেটওয়ার্ক আরও সুসম্পূর্ণ হবে।
প্রেসিডেন্ট সি আরও বলেন, “২০১৩ সালে আমি তাঞ্জানিয়ায় আফ্রিকার প্রতি সত্য, বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক নীতির ধারণা উত্থাপন করি। আর চলতি বছরের মার্চে, চীন ও আফ্রিকার বিশেষজ্ঞরা তাঞ্জানিয়ায় ‘চীন-আফ্রিকা দার এস সালাম মতৈক্য’ প্রকাশ করেন। এর মধ্য দিয়ে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর উন্নয়নের পথ ও ধারণা তুলে ধরা হয়। চীন ও তাঞ্জানিয়ার সম্পর্ক বৈশ্বিক দক্ষিণের উন্নয়ন ও সমৃদ্ধির ঐতিহাসিক প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ।” (ওয়াং হাইমান/আলিম/ছাই)