সেপ্টেম্বর ৪: জ্বালানি খাতে চীন-আফ্রিকা সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। দু’দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশও এটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, চীন প্রযুক্তি হস্তান্তর, প্রকল্প সহযোগিতা ও আর্থিক সহায়তার মাধ্যমে, চীন-আফ্রিকা জ্বালানি-সহযোগিতা জোরদার করে আসছে। আফ্রিকায় চীনা উদ্যোগে পরিষ্কার জ্বালানি ও সবুজ উন্নয়নসংশ্লিষ্ট প্রকল্পের সংখ্যা কয়েক শ ছাড়িয়ে গেছে।
মাও নিং আরও বলেন, চীনের সহযোগিতা আফ্রিকান দেশগুলোর জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে এবং বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব কমাতে ভূমিকা রাখছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)