চীন-জিম্বাবুয়ে সম্পর্কের প্রশংসা করেছেন সি চিন পিং
2024-09-04 14:44:49

সেপ্টেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল(মঙ্গলবার) বেইজিংয়ের  গণ-মহাভবনে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানানগাগ্ওয়ার সঙ্গে এক বৈঠক করেছেন। মানানগাগ্ওয়া চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে রাষ্ট্রীয় সফর  করছেন।

বৈঠকের শুরুতে সি চিন পিং এমারসন মানানগাগ্ওয়াকে স্বাগত জানান। তাঁকে পুরানো ও ভাল বন্ধু এবং চীনা জনগণের একজন প্রকৃত বন্ধু উল্লেখ করে তাঁর সফল পুনঃনির্বাচনের জন্য আবারও অভিনন্দন জানান চীনা প্রেসিডেন্ট।

 

সি চিন পিং আরও বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। একটি নতুন যুগ এবং একটি নতুন যাত্রায় চীন ও জিম্বাবুয়ের মধ্যে শক্তিশালী বন্ধুত্ব আরও সুসংহত ও গভীর হবে, যা দু’দেশের জনগণের সাধারণ প্রত্যাশা এবং আরও ন্যায্য ও যৌক্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা নির্মাণ করবে। দু’দেশের উচিত বন্ধুত্বের আদি উদ্দেশ্য লালন করে চীন-জিম্বাবুয়ে অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনের লক্ষ্যে পরস্পরকে সমর্থন দেওয়া; যাতে নিজ নিজ দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনে ক্রমাগত অনুপ্রেরণা যোগানো যায় এবং মানবজাতির জন্য একটি অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে সক্রিয় অবদান রাখা যায়।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)