সেপ্টেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের ফেনী জেলার বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিয়েছে চীনা দূতাবাস। মঙ্গলবার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাথানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয় এই ত্রাণ সহায়তা।
ত্রাণ সহায়তা হিসেবে প্রথম দিনে বন্যা আক্রান্তদের মধ্যে ২০০টি খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের বাড়ি গিয়ে খোঁজখবর নেন দূতাবাসের কর্মীরা।
একই দিনে, দূতাবাস বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসেবে ফেনী জেলা সরকারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০০টি খাদ্য প্যাকেজ সরবরাহ করে।
নাহার/শান্তা