সেপ্টেম্বর ৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, দীর্ঘস্থায়ী শান্তি ও টেকসই উন্নয়ন চীন ও আফ্রিকার জনগণের অভিন্ন চাওয়া।
মুখপাত্র বলেন, নিরাপত্তা ইস্যুতে একে অপরকে সাহায্য করা, একটি উচ্চ-স্তরের চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, চীন বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব উত্থাপন করেছে, সক্রিয়ভাবে জাতিসংঘের শান্তিরক্ষা তত্পরতায় অংশ নিচ্ছে, আফ্রিকার হট ইস্যুগুলোতে মধ্যস্থতা করছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আফ্রিকার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে, আফ্রিকাকে মানবিক জরুরি খাদ্য-সহায়তা দিচ্ছে, এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় আফ্রিকাকে সহায়তা দিয়ে যাচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই )