আফ্রিকান তরুণরা চীন-আফ্রিকা সহযোগিতা সুফলের প্রশংসা করে
2024-09-04 16:09:34

সেপ্টেম্বর ২: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ সিএমজির অধীনে সিজিটিএন চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি গণজরিপ আয়োজন করেছে। এতে জানা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী আফ্রিকান যুব উত্তরদাতা চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন উন্নয়ন চিন্তাধারাকে ব্যাপকভাবে স্বীকৃতি দেয়।

জরিপে জানা গেছে, তরুণদের মধ্যে ৯৮.৭ শতাংশ মানুষ বিশ্বাস করে যে, চীন একটি সফল দেশ; জরিপ করা তরুণদের ৯৪.৪ শতাংশ বিশ্বাস করে যে, চীন একটি সম্মানের যোগ্য দেশ। ৯৬.৭ শতাংশ উত্তরদাতা ভবিষ্যতে চীন ভ্রমণ, অধ্যয়ন বা ভ্রমণের সুযোগ পাওয়ার অপেক্ষায় আছে।

জরিপ থেকে জানা গেছে, ৯৭.১ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, চীনের অর্থনীতি শক্তিশালী, ৯৮.২ শতাংশ যুবক জরিপ করে দ্রুত উন্নয়ন বজায় রাখার জন্য চীনের অর্থনীতির প্রশংসা করে এবং জরিপ করা তরুণদের ৯৫.৮ শতাংশ বিশ্বাস করে যে, চীনা অর্থনীতি পুনরুদ্ধার বিশ্ব অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে।

এ ছাড়া, জরিপের তরুণদের ৯৯ শতাংশ বিশ্বাস করে যে, চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি আশ্চর্যজনক। তরুণদের ৯০.৫ শতাংশ বিশ্বাস করে যে, চীনের নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা দ্রুত উন্নত হয়েছে এবং ৯৭.৮ শতাংশ মনে করে যে, বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীনা প্রযুক্তির অবদান দ্রুত বাড়ছে।

জরিপে, ৮৯.৯ শতাংশ যুবক মনে করেন, আফ্রিকান দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক থেকে অনেক উপকৃত হয়েছে। জরিপ করা ৯৪.৯ শতাংশ তরুণ বিশ্বাস করে যে, আফ্রিকান দেশগুলোর জন্য স্বাস্থ্যকর এবং স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ৮৮.৮ শতাংশ তরুণ বিশ্বাস করে যে, চীন-আফ্রিকা সহযোগিতার ফলে আফ্রিকার আর্থ-সামাজিক উন্নয়নের বিরাট অগ্রগতি হয়েছে।   জরিপের ৯০.৪ শতাংশ তরুণ বিশ্বাস করে যে, আফ্রিকায় চীনের বিনিয়োগ আফ্রিকার জন্য মূল্যবান উন্নয়নের সুযোগ এনে দিয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)