চীনা ও মৌরিতানিয়ার প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
2024-09-04 14:24:49

সেপ্টেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বেইজিংয়ের গণ-মহাভবনে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওউলদ শেখ এল গাজোয়ানির সঙ্গে বৈঠক করেছেন। চীন-মৌরিতানিয়া সম্পর্ককে কৌশলগত অংশীদার সম্পর্ক উন্নীত করার কথা ঘোষণা করেছেন দুই  রাষ্ট্রপ্রধান।

সি চিন পিং বলেন, চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চীনের সঙ্গে দৃঢ়তার সাথে দাঁড়ানোর জন্য মৌরিতানিয়ার প্রশংসা করে চীন এবং আগের মতো দেশটিকে নিজের বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথচলায় সমর্থন দেবে। চীন মৌরিতানিয়ার সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বেগবান করতে, মত্স্য শিল্প ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীরতর করতে এবং দেশটিকে কৃষি ও পশুপালন শিল্পে প্রযুক্তিগত সহযোগিতা করতে চায়। পাশাপাশি, ছত্রাক চাষে প্রযুক্তিগত সহযোগিতা দ্রুততর করা, চীন-মৌরিতানিয়া সম্পর্ককে দেশে-দেশে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ এবং সহযোগিতা ও জয়-জয়ের দৃষ্টান্ত তৈরি করতে চায়।

 

গাজোয়ানি দেশটির আর্থ-সামাজিক উন্নয়নের জন্য মূল্যবান সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট সি’র উত্থাপিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ ও বিশ্ব সভ্যতা উদ্যোগ- বিশ্বের অভিন্ন নিরাপত্তা ও উন্নয়ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা সরবরাহ করেছে। মৌরিতানিয়া চীনের সঙ্গে সমন্বয় ঘনিষ্ঠতর করেছে, এবারের চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সাফল্য আফ্রিকা ও বিশ্বের শান্তি ও উন্নয়ন বেগবান করার প্রত্যাশা করে।

(প্রেমা/তৌহিদ/ছাই)