ভিসা মুক্ত নীতিতে চীন ভ্রমণ করেছে ২ মিলিয়ন বিদেশি পর্যটক
2024-09-04 17:54:07

সেপ্টেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ভিসা মুক্ত নীতিতে চীন ভ্রমণ করেছে ১ দশমিক ৯৬ মিলিয়ন বিদেশি পর্যটক, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১১৭ শতাংশ বেশি। মঙ্গলবার ন্যাশনাল ইমিগ্রেশন  অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন বলছে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশি ও বিদেশি পর্যটকদের মোট ১১০ মিলিয়ন যাত্রী ভ্রমণের রেকর্ড করেছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে বিদেশি পর্যটক চীনে প্রবেশ এবং প্রস্থান করেছে ১০ দশমিক ৮৯ মিলিয়ন, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫২ দশমিক ৮ শতাংশ বেশি।

নাহার/শান্তা