চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত
2024-09-04 14:48:01

সেপ্টেম্বর ৪: চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামের নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও, জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা দপ্তরের মহাপরিচালক লুও চাও হুই এবং সেনেগালের আফ্রিকান একীকরণ-মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াসিন ফল ও অর্থনৈতিক পরিকল্পনা ও সহযোগিতামন্ত্রী অ্যালিয়ুন সার এই বৈঠকে সহ-সভাপতিত্ব করেছেন। বৈঠকে চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামের আসন্ন বেইজিং শীর্ষ সম্মেলনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

বৈঠকে ওয়াং ই বলেন, এই শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হল “আধুনিকীকরণের অগ্রগতির জন্য একসাথে কাজ করা এবং একটি ‘শেয়ার্ড ফিউচারসহ’ উচ্চ-স্তরের চীন-আফ্রিকা সম্প্রদায় গড়ে তোলা।” চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আফ্রিকান নেতাদের সাথে চীন-আফ্রিকা সম্পর্ক উন্নয়নের জন্য একটি নতুন পরিকল্পনা করবেন এবং ‘গ্লোবাল সাউথ’ এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবেন। এটা বিশ্বাস করা হয় যে, ফোরামের সব সদস্যের যৌথ প্রচেষ্টায়, শীর্ষ সম্মেলনটি চীন ও আফ্রিকার মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করার জন্য আরেকটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠবে এবং ‘গ্লোবাল সাউথ’ আধুনিকায়নে একটি নতুন মাইলফলক হবে।

 

ওয়াং ই আরও বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পর থেকে তিন বছরে দুই পক্ষই চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার চেতনা সমুন্নত রেখেছে এবং রাষ্ট্রপ্রধানের কূটনীতিকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। চীন ও আফ্রিকার ২৮০ কোটি মানুষ ঐক্য ও সহযোগিতা জোরদার করে মানবজাতির অভিন্ন স্বার্থের সমাজ গড়ে তোলার জন্য অবশ্যই নতুন দিগন্ত উন্মোচন করবে।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)