সেপ্টেম্বর ৩: ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ‘চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন ২০২৪’ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। "বেল্ট অ্যান্ড রোড" এর উচ্চ-মানের যৌথ নির্মাণ- এই শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান বিষয়। ২ সেপ্টেম্বরে, সামিট নিউজ সেন্টার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত ব্যক্তি প্রথম প্রেস ব্রিফিংয়ে বলেন যে "বেল্ট অ্যান্ড রোড" সহযোগিতার চীন-আফ্রিকার যৌথনির্মাণ ফলপ্রসূ হয়েছে। ভবিষ্যতে নতুন খাতের সহযোগিতা গভীরতর হবে।
বর্তমানে, ৫২টি আফ্রিকান দেশ এবং আফ্রিকান ইউনিয়ন চীনের সঙ্গে যৌথভাবে "বেল্ট অ্যান্ড রোড" নির্মাণে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের আঞ্চলিক উদ্বোধনী বিভাগের পরিচালক সু চিয়ান পিং বলেন, চীন "বেল্ট অ্যান্ড রোড" যৌথভাবে নির্মাণের জন্য কয়েকটি আফ্রিকান দেশের সঙ্গে বেশ কয়েকটি নতুন সহযোগিতা পরিকল্পনা স্বাক্ষর করবে। তিনি বলেন,
“আরও আফ্রিকান দেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ ইনিশিয়েটিভের জন্য নতুন সহযোগিতা পরিকল্পনা স্বাক্ষর করার চেষ্টা করব, ‘বেল্ট অ্যান্ড রোড’ ইনিশিয়েটিভকে আরও গভীর করব, একে আফ্রিকান ইউনিয়নের ২০৬৩ এজেন্ডা এবং টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ২০৩০ এজেন্ডার সঙ্গে সংযুক্ত করব এবং ধারণাগত স্বীকৃতিকে বাস্তব ফলাফলে রূপান্তর করব। আরও ঘনিষ্ঠ চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করা হবে।”
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ১১ বছর ধরে আফ্রিকায় ছয় হাজার কিলোমিটারের বেশি রেলপথ, ছয় হাজার কিলোমিটারের বেশি সড়ক এবং ৮০টিরও বেশি বড় মাপের বিদ্যুত্ সুবিধা নির্মাণে অংশ নিয়েছে চীন। যা আফ্রিকার উন্নয়ন বেগবান করেছে; এ ছাড়া ২৪টি কৃষি প্রযুক্তি প্রদর্শন কেন্দ্রও নির্মাণ করেছে, আফ্রিকার দেশগুলিতে ১০ লাখেরও বেশি কৃষক উপকৃত হয়েছে। চীন আফ্রিকায় সবচেয়ে বেশি বিনিয়োগকারী উন্নয়নশীল দেশ এবং টানা ১৫ বছর ধরে আফ্রিকার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়েছে।
সু সিয়ান পিন বলেন, চীন-আফ্রিকা কৃষি সহযোগিতার গভীরতা ও প্রশস্ততা আরও বাড়াবে এবং যৌথভাবে আফ্রিকার কৃষি উন্নয়নে একটি উন্নত ভবিষ্যত তৈরি করবে চীন। তিনি বলেন,
“বিশেষ পণ্য যেমন রুয়ান্ডা থেকে শুকনো মরিচ এবং কফি, কেনিয়ার অ্যাভোকাডোস এবং বেনিনের আনারস নিয়মিতভাবে চীনা খাবারের টেবিলে পৌঁছে যাচ্ছে, চীনা ভোক্তাদের খাবার সমৃদ্ধ হচ্ছে এবং আফ্রিকানদের মানিব্যাগও সমৃদ্ধ হচ্ছে। পরবর্তী ধাপে, চীন আফ্রিকার কৃষি আধুনিকায়নে সহায়তা দেওয়ার জন্য চীনের পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া আরও উন্নত করতে আফ্রিকান দেশ এবং আফ্রিকান ইউনিয়নের সঙ্গে কাজ করবে।”
জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে, চীন আফ্রিকার ১৭টি দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ১৯টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সাম্প্রতিক বছরগুলিতে, আফ্রিকায় চীনা কমিউনিস্ট পার্টির "বন্ধু-বলয়" ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং এটি আফ্রিকার ৫০টিরও বেশি দেশের ১২০টিরও বেশি রাজনৈতিক দলের সঙ্গে বিনিময় ও সহযোগিতা চালিয়েছে। যা চীন ও আফ্রিকার "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগের রাজনৈতিক ভিত্তি স্থাপন করেছে।
ভবিষ্যতে, চীন আফ্রিকান দেশ এবং আফ্রিকান ইউনিয়নের সঙ্গে নতুন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করবে। তার মধ্যে রয়েছে: ডিজিটাল অবকাঠামো নির্মাণ জোরদার করা, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে ক্রমাগত সহযোগিতা গভীর করা, যৌথভাবে সবুজ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা, "বেল্ট অ্যান্ড রোড" বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন কর্ম পরিকল্পনার গভীরভাবে বাস্তবায়ন করা এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করা।
জানা গেছে, এই শীর্ষ সম্মেলনে ৩ হাজারেরও বেশি চীনা এবং বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)