সেপ্টেম্বর ৩: মার্কিন প্রেসিডেন্টের আন্তর্জাতিক জলবায়ুবিষয়ক উচ্চপদস্থ উপদেষ্টা জন পোডেস্তা আগামীকাল (বুধবার) বেইজিংয়ে আসবেন। তিনি চীনা জলবায়ু পরিবর্তনবিষয়ক দূত লিউ চেন মিন’র সঙ্গে যৌথভাবে, ‘একুশ শতকের কুড়ির দশকের জলবায়ু ক্রম দল’-এর দ্বিতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। চীনের প্রকৃতি ও পরিবেশ মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এ তথ্য জানায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)