চীন-আফ্রিকা বাণিজ্য দ্রুত বেড়েছে
2024-09-03 18:19:10


সেপ্টেম্বর ৩: সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও আফ্রিকা বাণিজ্য সহযোগিতা গভীরতর করার মাধ্যমে, পারস্পরিক আমদানি-রফতানি ব্যাপকভাবে বাড়িয়েছে। গতকাল (সোমবার) চীনের সাধারণ  শুল্ক বিভাগ এ তথ্য জানায়।

শুল্ক বিভাগ জানায়, ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত, চীন-আফ্রিকা বাণিজ্যের স্কেল ১০০ বিলিয়ন ইউয়ানের কম  থেকে বেড়ে দাঁড়ায় ১.৯৮  ট্রিলিয়ন ইউয়ানে। এক্ষেত্রে বার্ষিক গড় বৃদ্ধির হার ছিল ১৭.২ শতাংশ।

এদিকে, ২০২৩ সালে চীন-আফ্রিকা বাণিজ্যসূচক প্রথমবারের মতো এক হাজার পয়েন্ট ছাড়িয়ে ১০১০.৮৩ পয়েন্টে পৌঁছায়, যা ২০২২ সালের চেয়ে ২০.২৮ পয়েন্ট বেশি।

শুল্ক বিভাগ আরও জানায়, চলতি বছরের প্রথম সাত মাসে, আফ্রিকায় চীনের আমদানি-রফতানির পরিমাণ ছিল ১.১৯ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)