মৌসুমি ঝড়বৃষ্টিতে গত দু’মাসে কমপক্ষে ২৯৩জন নিহত
2024-09-03 10:25:54

সেপ্টেম্বর ৩: গত ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত পাকিস্তানে মৌসুমি ঝড়বৃষ্টিতে সৃষ্ট দুর্যোগে কমপক্ষে ২৯৩জন নিহত এবং ৫৬৪জন আহত হয়েছে। গতকাল (সোমবার) পাকিস্তানের জাতীয় দুর্যোগ প্রশাসন এ খবর জানায়।

পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ ও উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অবস্থা সবচেয়ে গুরুতর, দু’টি প্রদেশে যথাক্রমে ১১২জন ও ৮৮জন নিহত হয়। এ ছাড়া, সারা দেশে কমপক্ষে ১৯ হাজার ৫৭২টি বাড়িঘর, ৩৯টি সেতু ও ১১৯ কিলোমিটারের রাজপথ দুর্যোগে বিধ্বস্ত হয়েছে।

 

বর্তমানে পাক সরকার সারা দেশে ৩১০টি অস্থায়ী চিকিত্সা ও ত্রাণ ক্যাম্প স্থাপন করেছে এবং জরুরিভাবে ৯ হাজার ৬২৫ দুর্গত মানুষকে পুনর্বাসন করার পাশাপাশি লাখের বেশি তাবু, কম্বল ও মশারি-সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে।

(প্রেমা/তৌহিদ/ছাই)