সেপ্টেম্বর ৩: গতকাল (সোমবার) আফগান পুলিশ জানিয়েছে যে, এদিন রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। তাতে ৬জন নিহত এবং ১৩জন আহত হয়।
কাবুল পুলিশের মুখপাত্র হালিদ জাদলান গণমাধ্যমকে জানান যে, একজন হামলাকারী নিজের তৈরি ডিভাইস নিয়ে কাবুলের ষষ্ঠ পুলিশ এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছেন। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)