গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ করেছে জর্ডান
2024-09-03 15:12:06

সেপ্টেম্বর ৩: জর্ডানের সশস্ত্র বাহিনী গতকাল (সোমবার) জানায়,  প্রায় দুই মাস স্থগিত থাকার পর, জর্ডান এ দিন আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ করেছে।

জর্ডানের সশস্ত্র বাহিনী কমাণ্ড এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার কিছু এলাকায় এয়ারড্রপের প্রয়োজনে সেখানে স্থল কনভয় পৌঁছাতে পারেনি। জর্ডানের সশস্ত্র বাহিনী এ অঞ্চলের একাধিক স্থানে খাদ্য ও অন্যান্য মানবিক ত্রাণ সরবরাহ করেছে।

বিবৃতিতে বলা হয়, জর্ডানের সশস্ত্র বাহিনী স্থল কনভয়গুলোর মাধ্যমে গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহের জন্য জর্ডানের হাশেমাইট দাতব্য সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাবে। গাজা উপত্যকায় জর্ডানের ফিল্ড হাসপাতাল জনগণকে সেবা প্রদান অব্যাহত রাখবে। এ ছাড়া, পশ্চিম তীরের নাবলুসের ফিল্ড হাসপাতাল এবং জেনিন ও রামাল্লার অস্ত্রোপচার স্টেশনগুলো রোগীদের গ্রহণ করতে থাকবে।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)