সেপ্টেম্বর ৩: আজ (মঙ্গলবার) থেকে ৮ অক্টোবর পর্যন্ত, ‘নামিজেস-২০২৪’ শীর্ষক, একটি বড় আকারের যৌথ সামরিক মহড়া আয়োজন করেছে লাতভিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় সোমবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
ব্রিফিংয়ে বলা হয়, লাতভিয়ান সশস্ত্র বাহিনী এবং ন্যাটোর নর্দার্ন মাল্টিন্যাশনাল ডিভিশন কমান্ড যৌথভাবে এই মহড়ার আয়োজন করেছে। লাতভিয়া, যুক্তরাষ্ট্র, এস্তোনিয়া, লিথুয়ানিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ১১০০০ সামরিক কর্মী এতে অংশগ্রহণ করছে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, মহড়ার উদ্দেশ্য শত্রুর হুমকি মোকাবিলায় দেশের সামরিক সক্ষমতা পরীক্ষা করা ও উন্নত করা। (অনুপমা/আলিম)