কানাডা থেকে আমদানির বিষয়ে তদন্ত শুরু করবে চীন
2024-09-03 18:10:43

 

সেপ্টেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: দেশীয় আইনের পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে কানাডা থেকে বিশেষ ধরনের তেলবীজ র‌্যাপসিড ও কিছু রাসায়নিক আমদানির বিষয়ে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করবে চীন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

 

অনলাইন বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর অনুরোধেই এ তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

কানাডীয় সরকার গত আগস্টের শেষের দিকে ঘোষণা করেছে, চীনের তৈরি বৈদ্যুতিক যানের ওপর দেশটি বিধিনিষেধমূলক ব্যবস্থা নেবে। চীন থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

 

বিবৃতিতে, বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, চীন তার কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

 

ফয়সল/শান্তা