সিনেমার জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী চীন
2024-09-03 18:05:49

সেপ্টেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সাংস্কৃতিক ও পর্যটন কর্তৃপক্ষ এখন মনোযোগী হয়েছে দেশটির সিনেমা শিল্পে। সিনেমা হলে আরও বেশি দর্শককে আকৃষ্ট করতে এবং সেই সঙ্গে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের বিকাশে নেওয়া হয়েছে বেশকিছু ব্যবস্থা।

চলতি বছর জাতীয় সিনেমা উপভোগ সিজন কার্যকর করেছে চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন (সিএফএ)। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত চালু থাকবে এ মৌসুম। গ্রীষ্মকালীন ছুটির চলচ্চিত্র থেকে মধ্য-শরৎ উৎসব এবং কিছু জাতীয় ছুটিও এর আওতায় থাকবে। এ সময় চীনজুড়ে সিনেমার দর্শকদের জন্য দেওয়া হবে ৩০ কোটি ইউয়ান মূল্যের ভর্তুকি।

চেছিয়াং, সিছুয়ান এবং হুনান প্রদেশের স্থানীয় প্রশাসনগুলো সিনেমার প্রতি দর্শকদের আকর্ষণ করতে প্রতিটি টিকিটে ৪০ ইউয়ান পর্যন্ত ভর্তুকির ঘোষণাও দিয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ব্যবস্থার সুবাদেই এবার চীনে গ্রীষ্মকালীন সিনেমায় বক্স অফিস আয় রেকর্ড পরিমাণ ১ হাজার ১৬৪ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, চলতি বছরের ব্লকবাস্টার বিভিন্ন চীনা সিনেমার শুটিং লোকেশনকে কেন্দ্র করে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় নিয়েছে ‘ট্রাভেল ফলোয়িং মুভিস’ নামের একটি বিশেষ প্রচারণা উদ্যোগ।

ফয়সল/শান্তা