শেষ হলো 'স্পাসকায়া টাওয়ার' আন্তর্জাতিক সামরিক সংগীত উৎসব
2024-09-03 18:11:29

 

সেপ্টেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক : ১৬তম ‘স্পাসকায়া টাওয়ার’ ইন্টারন্যাশনাল মিলিটারি মিউজিক ফেস্টিভ্যাল জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সম্প্রতি মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিত হয় এই উৎসব।

 

আয়োজক কমিটির আমন্ত্রণে চীনা পিপলস লিবারেশন আর্মির মিলিটারি ব্যান্ড দশ দিনব্যাপী সামরিক সংগীত উৎসবে অংশগ্রহণ করে। ব্যান্ডটি বেশ কয়েকটি চিত্তাকর্ষক পারফরম্যান্স পরিবেশন করে এবং সমাপনী অনুষ্ঠানে অনেক প্রশংসা পায়।

 

তারা ‘মার্চ অফ দ্য স্টিল টরেন্ট’, ‘দ্য আর্মি অ্যান্ড দ্য পিপল গো ফরওয়ার্ড শোল্ডার টু শোল্ডার’ এবং রাশিয়ান লোকশৈলীর গান ‘কালিঙ্কা’-এর মতো চীনা সামরিক গানগুলো মঞ্চস্থ করে।

 

উৎসবে চীনা সামরিক ব্যান্ড অল-রাশিয়ান প্রদর্শনী কেন্দ্র, কুজমিনকি পার্ক এবং মানেজনায়া স্কোয়ারসহ বিভিন্ন স্থানে পারফর্ম করে। ৫ লাখের বেশি দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন। 

আসরে রাশিয়াসহ ৯টি দেশের মোট ২৩টি দল অংশ নিয়েছে।

 

ঐশী/শান্তা