সেপ্টেম্বর ৩: আরও বেশি চীনা ও ভারতীয় পর্যটক আকৃষ্ট করতে, ভিসা-সেবাসংক্রান্ত নতুন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই নতুন ব্যবস্থায় চীনা ও ভারতীয় পর্যটকরা আরও সহজে ও দ্রুত ভিসা-সেবা পাবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এই ব্যবস্থা কার্যকর হবে এবং দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য প্রকাশ করবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)